
অনলাইন ডেস্ক:
উদ্ভট এক কা- ঘটালেন এক চীনা নাগরিক। বিমানটি যখন রানওয়ে থেকে আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সে সময় তিনি ভুল করে বিমানটির জরুরি নির্গমন দরজা খুলে ফেলেছিলেন। রেলিং মনে করে হাতের ভর দিয়ে চলন্ত বিমানে ভারসাম্য ঠিক রেখে বসতে যেই তিনি দরজার হাতলে চাপ দিয়েছেন, ব্যস, কর্ম সাবাড়! অমনি খুলে গেলো দরজাটি। ভাগ্য ভালো ছিল, তাই শেষরক্ষা। তবে বেরসিক পুলিশতো আর সে যুক্তি কানে তুলবে না! তার এ আনাড়িপনার জন্য ফলটাও হাতেনাতে পেয়েছেন। এহেন ভুলের জন্য তাকে ১০ দিন নিরাপত্তা হেফাজতে আটকাবস্থায় কাটাতে হয় তাকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ৪২ বছর বয়সী ওই যাত্রী তার স্ত্রীর সঙ্গে বিমানে ভ্রমণ করছিলেন। তার পরিচয় প্রকাশ করা হয়নি। জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকির একটি বিমানবন্দর থেকে হেনান তিনি ও তার স্ত্রী হেনান প্রদেশের ঝেংঝোউ শহরের উদ্দেশে বিমানে চেপেছিলেন। হাতলে চাপ দিতেই দরজা খুলে যাওয়ায় নিজেও কিংকর্তব্যবিমূঢ় ওই যাত্রী বলছিলেন, হাতলটিকে বাসের রেলিংয়ের মতোই মনে করেছিলাম আমি। প্রথমবারের মতো তিনি বিমানের জরুরি নির্গমন দরজার পাশে বসেছেন তিনি। বিমানটির ক্রুরা সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে আধ-ঘণ্টা বিলম্বে আকাশে ওড়ে বিমানটি।
পাঠকের মতামত