২০১৫ বিশ্বকাপ বাংলাদেশের প্রত্যেকটি ক্রিকেটারের জন্যে স্বপ্নের মতো যাচ্ছে। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দের জোয়ারে ভাসছে বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে লুকিয়ে থাকা সকল বাংলাদেশি। বাংলাদেশের প্রশংসায় আপ্লুত কিংবদন্তিরা। বাংলাদেশের অসাধারণ পারফরমেন্সে ভারতের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী ভারতের বিপক্ষে বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ। যদিও, একদিন আগেই ভিন্ন কথা বলেছিলেন তিনি!
ভারতের সংবাদপত্রে দেয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ওদের হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। ওরা আমাদের দুই হাজার সাতে হারিয়েছে। এশিয়া কাপে শচীন সেঞ্চুরি করার পরেও হারিয়ে দিয়ে গিয়েছে। বড় মঞ্চে ভারতকে দুইবার হারানোর কথা মনে করে শাস্ত্রী বলেন, বাংলাদেশ দল আমাদের দুটো বড় টুর্নামেন্টে হারিয়েছে। নিউজিল্যান্ডের মতো টিমকে টানা সাত বার হারিয়েছে। এই টুর্নামেন্টে যারা এত ভালো খেলছে তাদের সম্মানের সঙ্গে দেখা ছাড়া কোনো উপায় খোলা নেই। আমি এর বেশি কিছু বলতে চাই না।
প্রকাশিত: ২০/০৩/২০১৫ ১:৪০ অপরাহ্ণ
পাঠকের মতামত