সিলেটের নিখোঁজ সেই ৬জন ৬দিন পর টেকনাফে উদ্ধার
আব্দুস সালাম,টেকনাফ কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার সেই ৬ জনকে ...
স্পোর্টস রিপোর্টার |
এবার ব্যাট করতে নেমে বাজে আম্পায়ারিং এর শিকার টাইগাররা। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পর পর দুটি সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল্লাহকে ফিরতে হয়েছে ২১ রানেই। তামিম ইমরুলের দ্রুত বিদায়ের পর তৃতীয় উইকেটে দলের হাল ধরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। ১৬.৬ ওভারের সময় মোহাম্মদ সামির শর্ট বল পুল করে উড়িয়ে মারেন মাহমুদø্লাহ। লং লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার শেখর ধাওয়ান বলটি দু’বারের চেষ্টায় ধরে ফেলেন। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বলটি ধরার সময় বাউন্ডারি লাইনে পা ছুঁয়ে ছিলেন ধাওয়ান। টিভি আম্পায়ার রিপ্লে দেখে সিদ্ধান্ত দিলেন মাহমুদুল্লাহ আউট। আসলে আউট ! নাকি ছয় তা নিয়ে ক্রিকেট ভক্তদের প্রশ্ন কিন্তু রয়েই গেছে।
পাঠকের মতামত