গত ১ মাসে ৯ কোটি ৬৬ লক্ষ টাকার মাদক ও চোরাইপণ্য জব্দ
সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফ সীমান্তে বিজিবি জওয়ানেরা গত ১মাসে অভিযান চালিয়ে ৯ কোটি ৬৬ লক্ষ টাকার ইয়াবাসহ মাদক জাতীয় দ্রব্য জব্দকরেছে। ১শ ৮২ চোরাচালান মামলায় ৫০ জনকে আটক এবং ৬শ ২২জন মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত ১ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি ১৫ইং পর্যন্ত টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন বিওপি চৌকি সমূহে বিভিন্ন সময়ে টহল পরিচালনার মাধ্যমে ২লক্ষ ৯৫হাজার ৭শ ১৯পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে। যার মূল্য ৮ কোটি ৮৭ লক্ষ ১৫ হাজার ৭শ টাকা এবং ২১ মামলায় আসামী আটক-১৭, পলাতক-৩ জন। ৫ হাজার ১৪ ক্যান বিভিন্ন প্রকারের বিয়ারের মূল্য ১২ লক্ষ ৫৮ হাজার ৫শ টাকা এবং মালিক বিহীন ১০মামলা দায়ের করা হয়। ৬শ ৩৫ বোতল জাতীয় মাদকের মূল্য ৯ লক্ষ ৫৩ হাজার এবং মালিক বিহীন ১৯ মামলা দায়ের করা হয়। ৩শ ৮২ লিটার চোলাই মদের মূল্য ১ লক্ষ ১৪ হাজার ৬শ এবং মালিক বিহীন ৭মামলা দায়ের করা হয়। ১২ গ্রাম গাঁজা মূল্য ৪২টাকা এবং ১টি মামলায় আটক ১জন। অন্যান্য চোরাচালান মামলায় ২৯ লক্ষ ৯৪ হাজার ৫শ ৯২টাকা এবং ৮০টি মামলায় আটক ৪জন ও পলাতক-১জন। মালয়েশিয়াগামী আটক ৮মামলায় আটক-২১ এবং দালাল আটক-৬জন মোট ৬শ ২২জন মিয়ানমার নাগরিক ফেরতের মধ্যে পুরুষ ৩শ ৭৭জন, মহিলা ১শ ৬৬জন এবং শিশু ৭৯জন। গত এক মাসের পর্যালোচনায় দেখা যায় এই সীমান্তে ইয়াবাসহ যাবতীয় মাদকের আগ্রাসন আশংকাজনক তবে অন্যান্য চোরাচালান বেশ সীমিত।
পাঠকের মতামত