
সংবাদ বিজ্ঞপ্তি ॥
লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের মাসে কক্সবাজার জেলার সর্বোচ্চ রক্তদাতা সংগঠন অন্তচোখ (স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি)’র ২ বৎসর পূর্তি ও ফ্রীতে রক্তের গ্রুপ নির্ণয়, তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধকরণ সহ মানবতার সেবায় এগিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর ২০১৪ইং, দুপুর ২টায় উখিয়া উপজেলা বাণিজ্যিক স্টেশন কোটবাজারস্থ আইডিয়াল কেজি স্কুল হল রুমে সন্ধানী কক্সবাজার মেডিকেল ইউনিটের পরিচালনায় ফ্রী ব্লাড গ্রপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ কর্মসূচীতে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন, সন্ধানী কক্সবাজার মেডিকেল ইউনিটের সাধারণ সম্পাদক মাহতাব আহমেদ, অন্তচোখ এর প্রধান সংগঠক পলাশ বড়ুয়া, সংগঠক যথাক্রমে জসিম উদ্দিন, এড. আমির তাহের উদ্দিন মানিক, শিক্ষক মেধু কুমার বড়ুয়া, বিজন বড়ুয়া, শাহ ইসহাক, ইকবাল বাহার, আবুল মনজুর, শিক্ষক এনামুল হক, আনিসুল ইসলাম মানিক, আমিন উল্লাহ, সিএইচসিপি জিয়াউল হক জিয়া প্রমুখ।
পাঠকের মতামত