শামলাপুর ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে গহীন পাহাড়ে পুলিশের অভিযান
আব্দুস সালাম,টেকনাফ টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে পাহাড়ে অভিযান চালিয়েছে পুলিশ। ...
সিএসবি২৪ ডটকম॥
কক্সবাজারের উখিয়ায় এক শ্রেণির পাখি খেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না বক পাখি।বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় পরিবেশ বাদী মহলের পক্ষ থেকে ইতিমধ্যে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি’র নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার ভোরে উখিয়া রেঞ্জের সদর বিট কর্মকর্তা মোজাম্মেল হক সরকারের নেতৃত্বে একদল বনকর্মী রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া নামক এলাকায় অভিযান চালিয়ে ৩৪টি বক পাখি জব্দ করেন। এ সময় কাউকে আটক করেতে পারেনি। পরে দুপুর ১২টার দিকে উক্ত পাখি গুলো অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পিত উখিয়া চাই এর আহবায়ক নুর মোহাম্মদ সিকদার, বনকর্মী শফিক ও ফরিদুল আলম।
পাঠকের মতামত