ডেস্ক |
ভিসার মেয়াদ দু’মাসের বেশি বাড়ানোর লক্ষ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাত করলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এ সময় ভারতে তার অবস্থানের মেয়াদ দু’মাসের বেশি বাড়ানোর আহ্বান জানান তিনি। এর আগে তিনি ভারতে আবাসিক অনুমতি চেয়ে একটি আবেদন করেছিলেন। জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে দু’মাসের ভিসা অনুমোদন করে। এর মেয়াদ শুরু হয়েছে ১লা আগস্ট থেকে। এর পর থেকেই তার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সামাজিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সরকার তার ভিসার বিষয়টির যথার্থতা যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করেছে। তবে ভিসার মেয়াদ বাড়ানো হবে কিনা সে সিদ্ধান্ত এখনও হয় নি। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে তসলিমা তার টুইটারে লিখেছেন, আমি শনিবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাত করেছি। এ সময় আমার সঙ্গে ছিল একটি বই। যার নাম ‘ও আন্ধেরে দিন’। তাকে বইটি দিলাম। তিনি বললেন, আপকা আন্ধেরে দিন খতম হো যায়েগা। ওদিকে টুইটারে তার অনেক ভক্ত দাবি জানিয়েছেন, তসলিমা নাসরিনকে ভারতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে হবে। কারণ, অনেক বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশ করেও তারা বৈধতা পেয়েছে। কিন্তু তসলিমা বৈধভাবে ভারতে গিয়েও কেন বৈধতা পাবেন না।
প্রকাশিত: ০২/০৮/২০১৪ ৭:৫১ অপরাহ্ণ
সোয়েব সাঈদ, রামু:: সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার ...
পাঠকের মতামত