সেলিম উদ্দীন, ঈদগাঁও::
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী-রাজঘাট পাড়া সড়কের শনির দশা কিছুতেই কাটছেনা। স্বাধীনতার ৪৩ বছর পর ১ শ মিটার ইট বিছানো হলেও চলতি বর্ষায় সড়কটি ধ্বসে পড়েছে। দুই নম্বার ইট ও নিম্নমানের বালি দিয়ে করা সড়কের এখন বেহাল দশা। বাকি কাঁচা সড়কের এ বর্ষায় কোন চিহ্নই থাকবেনা বলে আশংকা করছেন এলাকাবাসি। তারা জনস্বার্থে সড়কটি দ্রুত উন্নয়ন করার জন্য সদর উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, দীর্ঘ ৪৩ বছর পর এসড়কে মাত্র ১ শ মিটার ব্রিক সলিংয়ের কাজ করা হয় রমজানের পূর্বে। সে সময় ঠিকাদারের বিরুদ্ধে মানহীন ইট ও বালি দিয়ে দায়সারা ভাবে কাজ করার অভিযোগ তুলেন স্থানীয়রা। কাজ শেষ করার মাস খানিকের মধ্যেই এ বর্ষায় সড়কের একাধিক অংশে ধ্বসে গেছে। এলাকার বাসিন্দা নুরুল আজিম, জামাল উদ্দিন ও আবু হান্নান জানান, লোক দেখানো কাজ করে উন্নয়নের নামে মাত্র ১ শ মিটার ইট বিছিয়ে সাধারণ মানুষকে ধোকা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বছর তিনেক পূর্বে ককসবাজার-রামু আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল এমপি এ সড়কে ২ ফুট করে মাটি ভরাট করেছিলেন। সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এড: সলিম উল¬াহ বাহাদুর সড়কের বেহাল দশার জন্য দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতির সে বাস্তবায়ন নামে মাত্র ১ শ মিটার ইট বিছিয়ে সড়ক নির্মাণ করা হলেও জন দুর্ভোগ বেড়েই চলছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পোকখালী ইউনিয়নের দু দুবার নির্বাচিত চেয়ারম্যান মৌলভী ফরিদুল আলম গোমাতলীর আঞ্চলিক কোন সড়কের উন্নয়নের কাজ করেন নি।
গোমাতলীর সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের অভিযোগ, সারা দেশে উন্নয়নের জোয়ার হলেও স্বাধীনতার ৬ সূর্য সন্তানের এ গ্রাম এখনো অন্ধকার।
উল্লেখ্য এসড়ক দিয়ে গাইট্ট্যা খালী,আজিম পাড়া,উত্তর গোমাতলী,রাজঘাট,চরপাড়া সহ প্রায় কয়েক হাজার লোক প্রতিদিন যাতায়ত করেন। এখানে রয়েছে উত্তর গোমাতলী মোহাজের প্রাথমিক বিদ্যালয়, গোমাতলী উচ্চ বিদ্যালয় , মাদ্রাসা ও ফোরকানিয়াসহ বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠান। রাস্তার করুন অবস্থার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা পড়েছেন চরম দূর্ভোগে।
এ ব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যান জি.এম. রহিম উল্লাহ বলেন খোঁজ খবর নিয়ে সড়কের উন্নয়নের ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশিত: ০২/০৮/২০১৪ ৭:২৭ অপরাহ্ণ , আপডেট: ০২/০৮/২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ
দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
পাঠকের মতামত