সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
সোয়েব সাঈদ, রামু:: সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার ...
অনুপম বড়ুয়া (টিপু), ফ্রান্স থেকে::
ফ্রান্স প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়ের বহু আকাঙ্খিত স্বপ্ন, ফ্রান্সে সার্বজনীন বৌদ্ধ বিহারের মাঙ্গলিক শুভ উদ্ভোধন ৩ আগষ্ট ২০১৪ইং, রবিবার।
অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ফ্রান্সের 50 Passage des Roses, 93300 Aubervilliers, France। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর গ্রহণ করা হয়ছে। কর্মসূচীর মধ্যে রয়েছে নব নির্মিত বিহার উদ্ভোধন, ব্দ্ধুমুর্তির জীবন্যাস, সংঘদান ও প্রব্রজ্যা অনুষ্ঠান, প্রীতি ভোজ এবং বিহারের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ। ফ্রান্সের সময় অনুসারে সকাল ৮টা থেকে অনুষ্ঠান শুরু হবে।
এতে ফ্রান্স প্রবাসী ও ইউরোপে বসবাসরত সকল বৌদ্ধ নরনারীকে পূণ্যময় অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উদযাপন পরিষদের পক্ষে ভদন্ত অনোমদর্শী ভিক্ষু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
পাঠকের মতামত