প্রকাশিত: ০১/০৮/২০১৪ ৭:৩৩ অপরাহ্ণ , আপডেট: ০১/০৮/২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ

death islamabad
সেলিম উদ্দিন, ঈদগাঁও, (কক্সবাজার)::
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে গত ২ জুলাই সন্ত্রাসী হামলায় আহত প্রবীণ আওয়ামীলীগ নেতা আবদুচ ছালাম (৫৫) টানা ২৮ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে ২৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি বর্ণিত ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামের মৃত সোলতান আহমদের পুত্র। তিনি ৬ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন। ঘটনায় জড়িত সন্দেহে ৩১ জুলাই বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশন থেকে ঘটনার মূল পরিকল্পনাকারী বলে বিবেচিত ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিনকে ঈদগাঁও বাস ষ্টেশন থেকে জনতা আটক করে তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের মামাত ভাই আব্দুল হামিদ জানিয়েছেন, ভূমি বিরোধকে কেন্দ্র করে স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিনের ইন্ধনে তার পালিত সন্ত্রাসী বাহিনীর প্রধান একই ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামের আবু শামার পুত্র চিহ্নিত সন্ত্রাসী দিদারুল ইসলাম দিদার এবং মোঃ কালুর পুত্র মোঃ শরীফের নের্তৃত্বে ৭/৮ জনের একটি সন্ত্রাসী গ্রুপ প্রকাশ্য দিনে দুপুরে স্থানীয় চায়ের দোকানের সামনে ধারালো কিরিচ দিয়ে আবদুচ ছালামকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়দের সহায়তায় তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণে ওই দিনই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ দিনের মাথায় তার মৃত্যু ঘটে।
গত ২৭ জুলাই এ ব্যাপারে আবদুচ ছালামের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা রজু করা হয়েছে। নং-জিআর ৯৬। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মনজুর কাদের ভূইয়াকে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। তদন্ত কেন্দ্রের এস.আই মোর্শেদুল আলম আব্দুচ ছালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং প্রভাবশালী একটি চক্র মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে ফায়দা হাছিলের চেষ্টা চালাচ্ছেন বলে জানান। নিহত আবদুচ ছালাম ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি ছিলেন। ঘটনার ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান বলেন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।এদিকে সন্ত্রাসীদের গ্রেফতার ও আবদুচ ছালাম হত্যার প্রতিবাদে ইসলামাবাদ ইউনিয়ন আ’লীগের পক্ষ থেকে ঈদগাঁও বাস ষ্টেশন চত্বরে ৩১ জুলাই বিকেল ৫ টা’য় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের পূর্বে বিশাল একটি মিছিল বাস ষ্টেশন প্রদক্ষিণ করে। ইসলামাবাদ ইউনিয়ন আ’লীগ সভাপতি নুর ছিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি ও ছাত্রলীগ নেতা নওশাদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসটি এম.রাজা মিয়া, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক অধ্যাপক ফিরোজ আহমদ, জেলা আ’লীগ নেতা আবু তালেব, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ শামশুল হুদা, জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হিমু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল হক, কৃষকলীগ নেতা হাজী নুর আলম, ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, জালালাবাদ ইউনিয়ন আ’লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম খান, জেলা ছাত্রলীগ সহসভাপতি ইমরুল হাসান রাশেদ, সহ সম্পাদক মিজানুর রহমান, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ছোটন রাজা, ইসলামাবাদ যুবলীগ সভাপতি নাছির উদ্দিন জয় সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার এবং নিহতের ছেলে মোঃ ইউনুচ (১৭)। প্রতিবাদ সমাবেশে আ’লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনগন উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ঘটনায় দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

পাঠকের মতামত

  • ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
  • রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল
  • সিলেটের নিখোঁজ সেই ৬জন ৬দিন পর টেকনাফে উদ্ধার
  • বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন
  • উখিয়ায় সড়ক দু’ঘটনায় ইউপি সদস্য নিহত
  • সিলেটের নিখোঁজ ছয় শ্রমিকের লোকেশন টেকনাফ: দাবী পুলিশের
  • টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত
  • টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি,এক ডাকাত গুলিবিদ্ধ
  • সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • উখিয়ার থাইংখালীতে এ প্লাস প্রাপ্ত ২৫০ নুরানি শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন

    ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন

    দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
    বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন

    বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন

      নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এবং বন,পরিবেশ ও ...
    টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত

    টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত

      জাহাঙ্গীর আলম, টেকনাফ ( কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ...