স্পোর্টস ডেস্ক::
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাালে উঠে ইংলিশ প্রিমিয়ার লীগের বাজে অবস্থার প্রলেপ দিতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ আটের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখকে ১-১ গোলে রুখে দিয়ে সেই ইঙ্গিতও দিয়েছিল তারা। কিন্তু ফিরতি লেগে বায়ার্নের সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি তারা। জার্মানির ক্লাবটির কাছে তারা নাস্তানাবুদ হয়ে হেরেছে ৩-১ গোলে। এতে দুই লেগে ৪-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালের টিকিট কেটেছে বায়ার্ন। এই মওসুমে প্রিমিয়ার লীগ, এফএ কাপ ও ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপা স্বপ্ন ইতিমধ্যে শেষ হয়েছে ইংলিশ ক্লাব ম্যানইউ’র। চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা চিল একমাত্র আশা। কিন্তু সেটাও বুধবার শেষ হয়ে গেল তাদের। আর চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের সর্বশেষ ২২ ম্যাচে এই প্রথম তারা প্রতিপক্ষের কাছে দুই-এর অধিক গোলে হেরেছে। এদিন ম্যাচের গোল বন্ধাত্ব্য ঘুঁচাতে ৫৭ মিনিট অপেক্ষা করতে হয়। এই সময় সফরকারী ম্যানইউকে এগিয়ে দেন অধিনায়ক প্যাট্রিক এভরা। আর এই গোলই যেন তাতিয়ে তোলে বায়ার্নকে। দুই মিনিট বাদে স্বাগতিকদের সমতায় ফেরান মারিও মানজুকিচ। ফ্রাঙ্ক রিবেরির দারুণ পাস থেকে এই গোলটি করেন তিনি। পরে ৬৮ মিনিটে ব্যাধান দ্বিগুণ করেন থমাস মুলার। তিনি এই গোলটি করেন আরিয়েন রোবেনের পাস থেকে। আর এই ডাচ স্টাইকার ৭৮ মিনিটে বায়ার্নের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন।
প্রকাশিত: ১০/০৪/২০১৪ ৫:০৪ অপরাহ্ণ
পাঠকের মতামত