আবদুর রাজ্জাক,মহেশখালী::
মহেশখালীতে সরকারী নিয়ম লংঘন করে দু’বছর আগে সরকারী ভাবে দেয়া বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক সকলের অগোচরে গোপনে বিভিন্ন হাইস্কুল ও মাদ্রাসা থেকে উঠিয়ে গোপনে পাচার কালে স্থানীয় জনতা বই ভর্তি ট্রাকটি আটক করে পুলিশ ফাড়িতে হস্থান্তর করেছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোটা অংকের বিনিময়ে উক্ত ট্রাকটি ছেড়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ৯ এপ্রিল বুধবার উপজেলার শাপলাপুর-চালিয়াতলী সড়কে।
ঘটনাার বিবরণ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বুধবার বিকাল সাড়ে পাচঁ ঘটিকার সময় উপজেলার শাপলাপুর-চালিয়াতলী সড়কে স্থানীয় জনতা পুরাতন পাট্যপুস্তক ভর্তি একটি ট্রাক আটক করে পুলিশ ফাড়িতে হস্তান্তর করলে ও পরে একটি সিন্ডিকেট মোটা অংকের বিনিময়ে উক্ত ট্রাকটি ছাড়িয়ে নিয়ে যায়।
জানা যায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মোকলেচুর রহমান ও একাড়েমিক সুপার ভাইজার ফজলুল করিম সরকারী নিয়ম অমান্য করে দু আগের পুরাতন পাঠ্যপুস্থকগুলি বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে গোপনে উঠিয়ে নোয়াখালীর ইউছুফ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এর আগেও গত ৭ এপ্রিল আরো একট্রাক বই তার কাছে বিক্রি করেছে বলে সে জানায়। সরকারী নিয়ম অনুয়ায়ী বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পুরাতন বই গুলি উপজেলা সদরে এনে তা প্রকাশ্যে টেন্ডারের মাধ্যমে সর্বনি¤œ প্রতি কেজি ১০ টাকা করে বিক্রি করার নিয়ম থাকলেও তা না করে বিনা টেন্ডারে উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা ও একাড়েমিক সুপার ভাইজার সকলের অগোচরে দু আগের পুরাতন পাঠ্যপুস্থকগুলি তাদের নিজস্ব লোক দিয়ে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে গোপনে উঠিয়ে নায়াখালীর ইউছুফ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। বই ক্রয়কারী ইউছুপ জানায় সে কোন টেন্ডারে অংশ গ্রহণ করেনি। তাকে একাড়েমিক সুপার ভাইজার ফজলূল করিম ফোন করে বলার পর সে বই গুলি কিনতে এসেছে। এর আগেও সে গত ৭ এপ্রিল আরো এক ট্রাক বই সে নিয়ে গেছে বলে জানায়।
এই ব্যাপারে একাড়েমিক সুপার ভাইজারের সাথে যোগাযোগ করা হলে তিনি যথাযথ নিয়মে বই গুলি বিক্রি করেছেন বলে জানায়।
প্রকাশিত: ০৯/০৪/২০১৪ ১০:১০ অপরাহ্ণ
দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
পাঠকের মতামত