ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: জেলা মোটর মালিক সমিতি ডাকা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটে জেলা সদর থেকে পঞ্চগড়ে সকল উপজেলার পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন। ধর্মঘটের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম পণ্য আমদানি রোফতানি বন্ধ রয়েছে। নসিমন, করিমন, ভটভটি, পাগলুসহ অ-ঘোষিত সকল অবৈধ যান চলাচল বন্ধ, বাংলাবান্ধা বন্দরে অতিরিক্ত লেবার বকশিষ আদায় বন্ধ ও বাংলাবান্ধা ক্যাম্পের সামনে দিয়ে সন্ধ্যা ৬ টার পরিবর্তে রাত ১২টা পর্যন্ত বন্দরের পণ্য পরিবহনের দাবীতে ধর্মঘটের ২য় দিনও সকাল থেকে এই পরিবহন ধর্মঘট পালন করছে।
একই দাবীতে জেলা মোটর মালিক সমিতি এর আগেও কয়েক দফা পরিবহন ধর্মঘট পালন করেছে। তাদের দাবি গ্রহণ না করায় আবার এই ধর্মঘট পালন করছে।
পরিবহন ধর্মঘটের কারনে পঞ্চগড় সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাথে সকল প্রকার যানবাহন যোগাযোগ বন্ধ হয়ে গেছে বিশেষ করে দূর পাল¬ার কোন যানবাহন চলতে দেখা যাচ্ছে না। কোন দূরপাল্লার যানবাহন না থাকায় দূর্ভোগে পড়েছে জেলার ব্যাবসায়ী, কৃষক –, রোগীসহ সাধারণ মানুষ।
প্রকাশিত: ০৯/০৪/২০১৪ ৮:৪১ অপরাহ্ণ
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে অবৈধ ভাবে স্থাপনা নিমার্ণ অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষে ...
পাঠকের মতামত