হাছান কুতুবী, কুতুবদিয়া:
কক্সবাজার জেলার কুতুবদিয়ায় স্থগিত দু’টি কেন্দ্রের পুন: নির্বাচন গতকাল বুধবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পুরোদিন কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঘোড়া প্রতীক নিয়ে বিএনপির এ.টি.এম.নুরুল বশর চৌধুরী পেয়েছেন ১৭৬৫ ও আনারস প্রতীক নিয়ে ২৪৮৩ ভোট পেয়েছেন জামায়াতের উপজেলা সেক্রেটারী আ.স.ম.শাহরিয়ার চৌধূরী।
গত ২৩ মার্চ অনুষ্টিত নির্বাচনে ৩৪ ভোট কেন্দ্রে ঘোড়া প্রতীকের প্রাপ্ত ভোট ১৫হাজার ৯শ’৩২ সহ বর্তমানে তার ভোট সংখ্যা ১৭হাজার ৬শ’ ৯৭ ও তার নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ১৩হাজার ৪শ’৩৪ সহ বর্তমানে তার ভোট সংখ্যা ১৫হাজার ৯শ’ ১৭ ভোট। এ.টি.এম.নুরুল চৌধুরী ১৭শ’ ৮০ ভোট পেয়ে এগিয়ে থাকলেও ব্যাপক গোলযোগ ও ভোট কারচুপির কারণে জনগনের ভোটাধীকার হরণের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী আ.স.ম.শাহরিয়ার চৌধূরীর দায়ের করা রীট পিটিশনের ফলে ৬টি কেন্দ্রের ওপর মহামান্য হাইকোর্টের রোল জারী থাকায় নির্বাচনী ফলাফল ঝুলে রইল। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে দাবী করে মহামান্য হাইকোর্টের রোল জারী থাকায় কোন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা যাচ্ছেনা বলে জানিয়েছেন সহকরি রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মমিনুর রশিদ।
প্রকাশিত: ০৯/০৪/২০১৪ ৮:১৬ অপরাহ্ণ
আব্দুস সালাম,টেকনাফ টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে পাহাড়ে অভিযান চালিয়েছে পুলিশ। ...
পাঠকের মতামত