শামলাপুর ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে গহীন পাহাড়ে পুলিশের অভিযান
আব্দুস সালাম,টেকনাফ টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে পাহাড়ে অভিযান চালিয়েছে পুলিশ। ...
খালেদ হোসেন টাপু, রামু::
কক্সবাজারের রামু উপজেলায় মাদক সেবনের দায়ের জিয়াউল করিম ভূট্টো (২২) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন এ সাজা প্রদান করেন।
মাদকসেবী জিয়াউল করিম ভূট্টো রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী এলাকার মো. কাশেম আলীর ছেলে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন জানান, পুলিশ দুপুরে মাদক সেবনের দায়ের রামু চৌমুহনী এলাকা থেকে জিয়াউলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত হাজির করা হলে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
পাঠকের মতামত