প্রকাশিত: ০৭/০৪/২০১৪ ৬:৩৫ অপরাহ্ণ

Chakaria  Picture  07-04-2014
এম.জিয়াবুল হক, চকরিয়া(কক্সবাজার):
কক্সবাজারের চকরিয়া পৌরসভার চিরিঙ্গা হিন্দুপাড়া গ্রামের এক মহাজনের বাড়ি থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে ২৭ কেজি ৭৬৫ গ্রাম বন্ধকী স্বর্ণালংকার উদ্ধার করেছে। এসময় ওই বাড়ির আসবাবপত্র তল্লাশী করে নগদ ১০লাখ ৪৭হাজার ১২০টাকা, ৭৬৫গ্রাম রূপা, ১৫টি মোবাইল ফোন, ছয়টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন, মহাজন নন্দরাম ধর, তার দুই পুত্র পলাশ ধর ও সুমন ধর। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় যৌথবাহিনী এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজারস্থ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হককে সাথে নিয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা চকরিয়া পৌরসভার হিন্দু পাড়া গ্রামে মহাজন নন্দরাম ধরের বাড়িতে ওই অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২৭ কেজি ৭৬৫ গ্রাম বন্ধকী স্বর্ণালংকার উদ্ধার করেছে। এসময় ওই বাড়ির আসবাবপত্র তল্লাশী করে নগদ ১০লাখ ৪৭হাজার ১২০টাকা, ৭৬৫গ্রাম রূপা, ১৫টি মোবাইল ফোন, ছয়টি পাসপোর্ট ও কিছু সন্দেহজনক কাগজপত্র। অভিযানের সময় আটক করা হয় মহাজন ও তার দুই ছেলেকে। তিনি বলেন, অভিযানের পর উদ্ধারকৃত এসব স্বর্ণালংকার আটটি বস্তা ভর্তি করে চকরিয়া থানায় নিয়ে আসা হয়। গতকাল সোমবার সকালে এসব স্বর্ন গণনা শেষে ওজন দেয়া হয়। এঘটনায় বিজিবির পক্ষ থেকে সুবেদার মোজাম্মেল হক বাদি হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো থানা হেফাজতে দেয়া হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, উদ্ধারকৃত গয়নাগুলো বন্ধকি। মহাজনের কাছ থেকে গয়নাগুলো বন্ধক রেখে লোকজন টাকা নিয়ে গেছে। তিনি বলেন, আটককৃত তিনজনকে গতকাল বিকালে আদালতে সোর্পদ করা হয়েছে।
এদিকে অভিযোগ উঠেছে, বিজিবি মহাজন নন্দরাম ধরের বাড়ির দরজা ভেঙ্গে ঢুকে তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করেছে। এসবের ছবি তুলতে গিয়ে লাঞ্চিত হয়েছেন কালের কন্ঠের স্থানীয় প্রতিনিধি ছোটন কান্তি নাথ। বিজিবি সদস্যরা তার ক্যামেরা এবং মোবাইলটিও ছিনিয়ে নিয়েছে। তবে বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল ইসলাম জানিয়েছেন, ওই সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফিরিয়ে দেয়া হয়েছে।
মহাজন নন্দরাম ধরের স্ত্রী পারুল রাণী ধর অভিযোগ করেছেন, তার স্বামী লাইসেন্স নিয়েই মহাজনি ব্যবসা করেন। তাদের বাড়ি থেকে উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন লোকজনের বন্ধকী স্বর্ণ। মুলত এসব স্বর্ণ বন্ধক দিয়ে লোকজন মহাজনের কাছ থেকে টাকা নিয়েছেন। তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরেই বৈধভাবে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার পুত্র পলাশ ধরের স্ত্রী উর্মি ধর (২৬) বলেন, বিজিবি সদস্যরা বাড়িতে ঢুকে আমাদেরকে শারিরীক নির্যাতন চালিয়ে শরীর থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছেন। আমার শশুর, স্বামী ও দেবরের বিরুদ্ধে কোন মামলা না থাকলেও তারা সন্ত্রাসীদের মতো আচরণ করেছে আমাদের সাথে।
চকরিয়া উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি রতন বরণ দাশ ও সাধারন সম্পাদক সুলাল কান্তি সুশীল বলেন, নন্দরাম একজন বৈধ ব্যবসায়ী। তার বাড়ি থেকে উদ্ধার করা স্বর্ণগুলোও বৈধ। এসব স্বর্ণ মূলত বিভিন্ন লোকজন বন্ধক রেখে টাকা নিয়েছেন। তারা বলেন, আইন প্রয়োগকারি সংস্থা অভিযানের নামে স্বর্ণ ব্যবসায়ীদের এভাবে ঢালাও হয়রানি করলে ব্যবসা করা সম্ভব হবে না। গতকাল বিকেলে চকরিয়া উপজেলা জুয়েলারি সমিতির পক্ষ থেকে সকল সদস্য ও তাদের পরিবারের নারী সদস্যরা উপজেলা পরিষদের সামনে এঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন। মানববন্ধনে তারা দাবি করেন, বিনা শর্তে আটক মহাজন ও তার ছেলেদের ছেড়ে দিতে হবে এবং জব্দকৃত জনগনের সকল স্বর্ণ ফেরত দিতে হবে। তা না হলে চট্টগ্রামসহ সারা দেশে জুয়েলারি দোকানগুলো অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে। এসময় উপজেলা পরিষদে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা চেয়ারম্যান জাফর আলম তাৎক্ষনিক উপিস্থত হয়ে এব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। যাতে মহাজন ও জনগনের স্বর্ণ ফেরত পাওয়া যায় এবং আটককৃতদের মুক্ত করা যায়।
বিষয়টি প্রসঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, একজন মহাজনের বাড়িতে এতো স্বর্ণ রাখে কিভাবে সেটাই বড় প্রশ্ন? কেননা এ বিপুল পরিমান স্বর্ণ নিয়ে অনেক বড় ঘটনাওতো ঘটে যেতে পারতো। আমি এখন থেকে সব মহাজনদের এভাবে আইনের আওতায় আনবো।’

পাঠকের মতামত

  • শামলাপুর ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে গহীন পাহাড়ে পুলিশের অভিযান
  • বদি সহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • মহেশখালীতে মামার হাতে ভাগ্নে খুনের ঘটনায় আটক-৪
  • নাফ নদী থেকে নৌকাসহ ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • হাটহাজারীকে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে এক যুবক নিহত:আটক-১
  • ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
  • রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল
  • সিলেটের নিখোঁজ সেই ৬জন ৬দিন পর টেকনাফে উদ্ধার
  • বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন
  • শামলাপুর ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে গহীন পাহাড়ে পুলিশের অভিযান

    শামলাপুর ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে গহীন পাহাড়ে পুলিশের অভিযান

      আব্দুস সালাম,টেকনাফ টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে পাহাড়ে অভিযান চালিয়েছে পুলিশ। ...
    ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন

    ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন

    দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...