ডেস্ক::
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে ৮ বস্তা স্বর্ণের অলঙ্কার উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের শাহ অমানত বিমানবন্দর থেকে ২কোটি ৬৫ লাখ টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
চকোরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সোমবার ভোর রাতে চকোরিয়া থানার পার্শ্ববর্তী একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮ বস্তা অবৈধ স্বর্ণের অলঙ্কার উদ্ধার করে। আটক স্বর্ণের পরিমাণ প্রায় দুই মণ। স্বর্ণগুলো চকোরিয়া থানা হেফাজতে রয়েছে। আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।
এদিকে সোমবার সকাল সাড়ে ৭টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি- ০৪৮ ফ্লাইট থেকে ৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আনিসুর রহমান চৌধুরী নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে। বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুবাই থেকে আসা যাত্রী আনিসুর রহমানের লাগেজ তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ৬৫ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
প্রকাশিত: ০৭/০৪/২০১৪ ১:৫৪ অপরাহ্ণ
আব্দুস সালাম,টেকনাফ কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার সেই ৬ জনকে ...
পাঠকের মতামত