শামলাপুর ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে গহীন পাহাড়ে পুলিশের অভিযান
আব্দুস সালাম,টেকনাফ টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে পাহাড়ে অভিযান চালিয়েছে পুলিশ। ...
বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্পিড বোটের ধাক্কায় এক পর্যটক নিহত হয়েছেন। কক্সবাজার পর্যটন পুলিশের ওসি জাকের হোসেন মাহমুদ জানান, ৬ এপ্রিল রোববার বেলা ১১টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনার পর স্পিড বোট চালক জিয়াবুলকে আটক করা হয়েছে। নিহত তাজুল ইসলাম (২৫) বগুড়া জেলার নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বলে তার সফরসঙ্গী বন্ধুরা জানিয়েছেন। ওসি জাকের হোসেন মাহমুদ বলেন, সকালে সৈকতে লাবনী পয়েন্টে গোসল করতে নেমে স্পিড বোটের ধাক্কায় তাজুল আহত হন। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। তাজুলের বন্ধু জসীম উদ্দিন বলেন, তিন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে এসেছেন। সকালে সাগরে গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হন তাজুল।
পাঠকের মতামত