প্রকাশিত: ০৬/০৪/২০১৪ ৭:৩৯ অপরাহ্ণ

1396712023Malaysia
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারত মহাসাগরে ব্ল্যাক বক্স থেকে আসা সিগন্যালের মতো সিগন্যাল পেয়েছে চীনের একটি জাহাজ। চীন দাবি করেছে, তাদের জাহাজ সাইসুন-০১ ওই সিগন্যাল পেয়েছে। প্রতি সেকেন্ডে এর কম্পন ছিল ৩৭.৫ হার্টজ।

নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সের সিগন্যালের সমান এ কম্পনাংক। এতে অনেকেই ধারণা করছেন, ওই সিগন্যাল নিখোঁজ বিমানের ব্লাক বক্স থেকে আসছে। চীনের সরকারি একটি সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।

ওই জাহাজে একটি ব্ল্যাক বক্স চিহ্নিতকারী যন্ত্র ছিল। তাতেই ধরা পড়ে ওই সিগন্যাল। আসলেই যদি এ তথ্য সত্যি হয় এবং নিখোঁজ বিমান বোয়িং-৭৭৭ এর হয় তাহলে নানা প্রশ্নের উত্তর দিতে পারে।

এদিকে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে এক মাস পর আবার আজ শনিবার থেকে ভারত মহাসাগরে ব্যাপক আকারে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। তল্লাশিতে এবারের লক্ষ্য বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে বের করা।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ১০টি সামরিক বিমান, ৩টি বেসামরিক বিমান ও ১১টি জাহাজ দিয়ে অস্ট্রেলিয়ার পার্থ থেকে এক হাজার ৭০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারত মহাসাগরের দুই লাখ ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকা অনুসন্ধান করা হবে।

তদন্তকারীরা ধারণা করছেন, গত ৮ মার্চ মালয়েশিয়ার বিমানটি এখানেই বিধ্বস্ত হয়েছে।

অনুসন্ধানকাজের অস্ট্রেলিয়ান সংস্থার প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান অ্যানগাস হিউজটন বলেন, ছয় সপ্তাহের মধ্যে আমরা যদি কোনো কিছু খুঁজে না পাই, এরপরও তল্লাশি অব্যাহত থাকবে। বিমানের অনেক কিছু থাকে। সেগুলো ভাসমান অবস্থায় থাকতে পারে।

তিনি বলেন, আমি মনে করি, নিশ্চয় কিছু পাওয়া যাবে। সে লক্ষেই আমরা নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করতে পারব।

কর্তৃপক্ষ মনে করছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়নি। কিন্তু বিমানটির রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ অন্যান্য প্রমাণ বলছে, ফ্লাইট এমএইচ৩৭০ উদ্দেশ্যমূলকভাবে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নির্ধারিত পথের চেয়ে হাজার হাজার কিলোমিটার দূর দিয়ে যাচ্ছিল।

পানির তলদেশে শব্দপ্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালানোর ব্যবস্থা সোনার সার্চ সিস্টেমও এই অনুসন্ধানকাজে ব্যবহার করা হবে। এই প্রযুক্তিসমৃদ্ধ দুটি জাহাজ অনুসন্ধান দলে যোগ দেয়ায় তা বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পেতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

নিখোঁজ বিমানটির রহস্যের কূল-কিনারা না হওয়ায় ব্যাপক সমালোচনা ও চাপের মুখে আছে মালয়েশিয়া। নিখোঁজ যাত্রীদের স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত ও প্রয়োজনীয় তথ্য মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাদের জানাচ্ছে না।

পাঠকের মতামত

  • ২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
  • রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল
  • সিলেটের নিখোঁজ সেই ৬জন ৬দিন পর টেকনাফে উদ্ধার
  • বৃহস্পতিবার কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা: বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ ও নৌবন্দর সংক্রান্ত সভায় যোগ দেবেন
  • উখিয়ায় সড়ক দু’ঘটনায় ইউপি সদস্য নিহত
  • সিলেটের নিখোঁজ ছয় শ্রমিকের লোকেশন টেকনাফ: দাবী পুলিশের
  • টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত
  • টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলি,এক ডাকাত গুলিবিদ্ধ
  • সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • উখিয়ার থাইংখালীতে এ প্লাস প্রাপ্ত ২৫০ নুরানি শিক্ষার্থীকে সংবর্ধনা
  • আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

    আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

    স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...