২৬ কোটি টাকার ইজারার সেই আলোচিত-রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করলেন ডিসি সালাহউদ্দিন
দেশের বহুল আলোচিত ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ ...
পলাশ বড়ুয়া ॥
কক্সবাজারের উখিয়া উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় দুই রিকশা আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছেন। ৫ এপ্রিল শনিবার সকাল ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া টিভি স্টেশন এলাকায় এ দুর্ঘটন নিহতরা হলেন- আলী আহমদ ও পরিমল। তারা দু’জনেই উখিয়া সদর এলাকার বাসিন্দা। জানা গেছে, সকালে ওই এলাকায় একটি মিনি ট্রাক পেছন থেকে দু’টি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আলী আহমদ ও পরিমল নিহত এবং দুইজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিনি ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত