পালিয়ে রক্ষা পেলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।শুক্রবার বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার নেতৃত্বাধীন গ্রুপ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশে পুলিশের হামলার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার নেতৃত্বাধীন গ্রুপ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গ্রুপের সমাবেশ ছিল।
কিন্তু পুলিশ উভয়গ্রুপের কাউকেই শাহবাগে দাঁড়াতে দেয়নি। ইমরান এইচ সরকার নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের কর্মীরা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
পরে আবার ইমরান এইচ সরকার নেতৃত্বাধীন মঞ্চের কর্মীরা শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করে। এ সময় মঞ্চের কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এবং কর্মীদের আটক করতে থাকে।পরে অবস্থা বেগতিত দেখে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
উল্লেখ্য, বৃহস্পতিবার নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বে গণজাগরণ মঞ্চের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। যার একপক্ষে ছিল ইমরান এইচ সরকার নেতৃত্বাধীন গ্রুপ। অপরপক্ষে ছিল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা-কর্মীরা।
পাঠকের মতামত