এম.জিয়াবুল হক,চকরিয়া
চকরিয়া কোরক বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যন জাফর আলম এমএ বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হতে পারেনা। শিক্ষায় জাতির মেরুদন্ড। কক্সবাজার জেলার মধ্যে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন কোরক বিদ্যাপীঠের ভুমিকা অপরীসিম। মানুষ গড়ার প্রতিষ্টান বিদ্যাপীঠের সুনাম ও খ্যাতি এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। প্রতিষ্টানের অগ্রযাত্রা ঠিকিয়ে রাখতে শিক্ষক-পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে আরো বেশি দায়িত্ববান ভুমিকা পালনের আহবান জানান। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্টানের উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু মো: বশিরুল আলম, জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুল আবছার, পরিচালনা কমিটির সদস্য ডা: জামাল উদ্দিন আহমদ, এবিএম শাকের, নুরুল আবছার, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, হাজী নুর আহমদ, জয়নাল আবেদিন কমিশনার, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো,ওয়ালিদ মিল্টন, কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সহসভাপতি আলহাজ্ব হায়দার আলী। বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মো: আবদুর রশিদ, কোরক বিদ্যাপীঠ সহকারি প্রধান শিক্ষক মো: নুরুল আখের, শিক্ষক আলহাজ্ব মো: নুরুল ইসলাম, সাংবাদিক আবদুল মজিদ, জহিরুল আলম সাগর, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো: জামাল উদ্দিন, সি:যুগ্ম আহবায়ক জামশেদ উদ্দিন বাবুল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুল ইসলাম আদর, নুর মো: আলমগীর প্রমূখ।#
প্রকাশিত: ০৫/০৪/২০১৪ ১:৫৪ অপরাহ্ণ
পাঠকের মতামত