এইচ.কে রফিক উদ্দিন
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪ ২:৪৮ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চোরাচালানের অভয়ারণ্য ঘুমধুম সীমান্ত দিয়ে চোরাই পথে পাচার করে আনা অবৈধ গরু-মহিষের বৈধতা দিচ্ছে ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো।তাতে ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্যাড ব্যবহার করা হচ্ছে।এ নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে সীমান্তের মালিক কি ঘুমধুম ইউনিয়ন পরিষদ?অবৈধ ভাবে পাচার করা গরু-মহিষের বৈধতা দিচ্ছে?।এতে প্রত্যয়নে স্বাক্ষর করছেন ঘুমধুম ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার দিল মোহাম্মদ ভুট্রো।পরিষদের প্যাড ব্যবহার আর মেম্বার দিল মোহাম্মদ ভুট্রো’র স্বাক্ষরেই ঘুমধুমের প্রায় সীমান্ত পয়েন্টের চোরাকারবার ওপেন সিক্রেট।সীমান্তের মালিক কি পরিষদ আর ভুট্রো মেম্বার? বৈধতা দেওয়ার ক্ষমতা কোথায় পেলো?তা নিয়ে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে।জানা গেছে,প্রতি বড়-গরু-মহিষ ১০০০ টাকা, ছোট গরুতে ৫০০ টাকা হারে এভাবে প্রতি দিনরাত আর মাসে গড়ে অন্তত অর্ধকোটি টাকা হাতিয়ে নিচ্ছে দিল মোহাম্মদ ভুট্রো সিন্ডিকেট। বিগত ৫ আগষ্ট সরকার পতন হলেও আওয়ামীলীগ দোসররা এখনো ক্ষমতার জোর খাটিয়ে তুমব্রু সীমান্ত পয়েন্টের সকল চোরাই কর্ম নিয়ন্ত্রণ করছে। অবৈধভাবে সীমান্ত পার হয়ে আসা গরুর বৈধতা দিয়ে যাচ্ছে তা নয়, পুরো সীমান্তের সব চোরাই পণ্য পাচার যজ্ঞে দিল মোহাম্মদ ভুট্রো মেম্বার এখনো সক্রিয় রয়েছে।তার সিন্ডিকেটে পারিবারিক সদস্য ছাড়াও পেশাদার চোরাকারবারি রেজাউল,মিন্টু,ঘুমধুম বেতবনিয়ার আবু বক্কর,ইসমাইল,আবদূর রহিম সহ আরো অনেকেই রয়েছে।দিল মোহাম্মদ ভুট্রো’র স্বাক্ষরে প্রতি দিবারাত্রি শত-শত গরু-মহিষ পাচার হয়ে দেশের বিভিন্ন বাজারে পৌছে যাচ্ছে।কিন্তু সরকার হারাচ্ছে রাজস্ব।এভাবে প্রতি মাসে সরকার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে।

 

এ ব্যাপারে দিল মোহাম্মদ ভুট্রো মেম্বারের নিকট জানতে চাইলে,তিনি জানান,আমি দেশের মানুষ’কে প্রত্যয়ন দিচ্ছি,বিদেশীকে নয়।এগুলো ফেসবুকে দিতে হয় নাকি?এগুলো ফেসবুকে দেওয়ার কি দরকার বলে কল কেটে দেন।

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম এ সংক্রান্তে বলেন,কোন ইউপি সদস্য যদি প্রত্যয়ন দেন,তার এক কপি উপজেলা প্রশাসন বরাবর পাঠাতে হয়।আজ পর্যন্ত একটা কপি পাঠায়নি।কোন ইউপি সদস্য যদি প্রত্যয়ন দিয়ে থাকেন,তার লিখিত জবাব দিতে হবে।বিষয়টি উর্ধ্বতন বরাবর অবহিত করবো।

পাঠকের মতামত

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...

সমন্বয়কদের গাড়িবহরে হামলার বিচার দাবি

         বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা ...