উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...
কক্সবাজারের উখিয়ায় জমি দখলের সময় বিদেশী অস্ত্রসহ দুই সহোদরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি ম্যাগাজিন সংযুক্ত পিস্তল ও ১ রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকায় জমি দখল করতে গেলে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, মুছারখোলা এলাকার বাসিন্দা ইসমাইলের দুই ছেলে মোঃ ওসমান সরওয়ার (২১) এবং ওসমানগনি প্রকাশ মানিক(২৪)।
খবর পেয়ে উখিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামিকে নিজ হেফাজতে নেন ও উদ্ধারকৃত আলামত জব্দ করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পাঠকের মতামত