উখিয়ায় হেফজ সমাপ্তকারী ছাত্রদের মাঝে পাগড়ী ও সনদ বিতরন করা হয়েছে।সোমবার (১৮ নবেম্বর ) উখিয়া’র স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উখিয়া সদরের অনতিদূরে মোহাম্মদ আলির ভিটা দারুল কোরআন ইবতেদায়ী মাদরাসা ও হেফজখানায়, হেফজ সমাপ্তকারী ৮ জন ছাত্রের মাঝে পাগড়ী ও সনদ বিতরন করা হয়।
অত্র কমপ্লেক্সের পরিচালক হযরত মৌলানা নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও হাফেজ সৈয়দ আলমের সঞ্চালনায় দিনব্যাপী দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দ্বীনি মাহফিলে দেশ বরণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
হেফজ সমাপ্তকারী ছাত্ররা হলো হাফেজ আব্দুল আজিজ, হাফেজ ওসমান সরোয়ার, হাফেজ আলমগীর, হাফেজ মোঃ তারেক,হাফেজ আল নুমান, হাফেজ মোঃ নুর, হাফেজ মোঃ ফয়সাল, হাফেজ মোঃ রোমান।
দ্বীনি অনুষ্ঠান শেষে হেফজ সমাপ্তকারী ৮ ছাত্রের মাঝে পাগড়ী, সনদ ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ইতিপূর্বে অত্র মাদ্রাসা’র অনেক ছাত্র বিভিন্ন প্রতিযোগিতায় দেশ-বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
পাঠকের মতামত