আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।এসময় দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন,মিয়ানমার মংডু শহরের নাগপুরা এলাকার সাব্বির আহমেদের ছেলে মোঃ রফিক মিয়া(৪২)একই এলাকার আব্দুল হাকিমের ছেলে মোঃ রুহুল আমিন (২৫)।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।তিনি জানান,সোমবার (৪নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১২হতে আনুমানিক ১.৫কিঃ মিঃ উত্তর-পশ্চিম দিকে শসানঘাট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।এমন তথ্যে হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় অভিযান চালায়।এসময় দুইজন ব্যক্তিকে একটি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়।পরে ধৃতদের হাতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া অপরদিকে একইদিন ভোরে উনচিপ্রাং
রমজানের ঘের নামক এলাকা অভিযান চালায়।এসময় দূর থেকে বিজিবি উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গেঞ্জি দিয়ে মোড়ানো একটি পোটলা ফেলে দিয়ে প্বার্শবর্তী ধানক্ষেতের ভিতরে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া পোটলা ভেতর থেকে৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত