মুকুল কান্তি দাশ,চকরিয়া
কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোস্তফা কামালের মমতাময়ী মা মায়নুল খাতুন (৬৫) আর নেই। শনিবার (২রা নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের সময় স্থানীয় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন তিনি।মরহুম মায়নুল খাতুন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উলুবুনিয়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের স্ত্রী। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।মরহুমের ছেলে সাংবাদিক মোস্তফা কামাল বলেন, আমার মা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যুবরণ করেন। আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হবে।এদিকে, মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক মো.আয়ুবুল ইসলাম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, রিপোটার্স ইউনিটি চকরিয়ার সভাপতি মুকুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাপ্পী শাহরিয়ারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেন।
প্রকাশিত:
নভেম্বর ২, ২০২৪ ৮:০৮ পিএম
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...
পাঠকের মতামত