নিজস্ব প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেকনাফ উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি মোঃ কাইয়ুম এবং পৌর যুবদলের আহবায়ক আবদুল শুক্কুরের পরিচালনা করেন।প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী। এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা যুবদল সহ-সভাপতি জাহেদুল ইসলাম,উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন চৌধুরী,জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল্লাহ,জেলা বিএনপির সদস্য রেজাউর রহমান রেজা। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল,সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সালাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ,সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুরব রাজ্জাক,পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আয়ুব, পৌর ছাত্রদলের আহবায় আবদুল্লাহ আল-নোমান,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রহমত উল্লাহ,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য স্থান পরিদর্শন এবং সর্বসম্মতিভাবে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
পাঠকের মতামত