উখিয়ার ইনানী সমুদ্র সৈকত থেকে নারী -পুরুষ সহ ২৪ রোহিঙ্গা আটক:
শহিদুল ইসলাম। কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।বর্তমানে পুলিশ ...
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে এক আরসা নেতাকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী জি-৩ রাইফেল ও ১০ রাউন্ড বুলেট উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার নুরুল ইসলাম (৪৫) উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা গুলা হোসেনের ছেলে।
শুক্রবার(২০সেপ্টেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার ভোরে উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা হয়। গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে।
পাঠকের মতামত