ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ ৯:২৪ পিএম

নিজস্ব প্রতিনিধি।এবার কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে নাফনদীর সঙ্গে লাগোয়া লাল দ্বীপে মিয়ানমারের দুই সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি( এএ) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে।এ ঘটনায় সীমান্তের এপারের মানুষের মধ্যেই দেখা দিয়েছে আতঙ্ক।

বুধবার ( ১১ সেপ্টেম্বর) ভোর থেকে বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) রাতে এবং  সকাল পর্যন্ত  টেকনাফ উপজেলার  হ্নীলা জাদিমুড়া ও সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় থেমে থেমে গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। বিষয়টি জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নজির আহমদ মেম্বার।টেকনাফ সদর ইউনিয়নের সদস্য  নজির আহমদ বলেন, নাফনদীর জাইল্যার দ্বীপ ও লাল দ্বীপে বুধবার  ভোর সকালে ও সন্ধ্যায় এবং  বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত আরকান আর্মির (এএ) এর আরএসও এর মধ্যে থেমে থেমে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছ। এ ঘটনায় আতঙ্ক গ্রামের লোকজন ঘর থেকে বের হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, মিয়ানমার সীমান্তে নাফনদীর সঙ্গে লাগোয়া লাল দ্বীপে থেকে গত দুইদিনে ভারী গুলির বিকট শব্দ ভেসে আসতেছে। লাল দ্বীপ টেকনাফ সীমান্তের খুব কাছাকাছি একটি দ্বীপ।সেখানে মিয়ানমারের দুই বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ও আরএসও এর মধ্যেই গোলাগুলি হচ্ছে বলে শুনেছি।এতো নিকটে এমন ঘটনা এপারের মানুষের জন্য আতঙ্কের।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, সীমান্তের ওপারে লাল দ্বীপে মিয়ানমারের দুটি বিচ্ছিন্নতাবাদী দলের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। বিজিবি নাফ নদীতে তাদের টহল ও মনিটরিং বৃদ্ধি করেছে বলেও  তিনি জানান।

উল্লেখ্য,মিয়ানমারের রাখাইন দখল নিতে আরাকান আর্মি দেশটির সেনাবাহিনীর সঙ্গে গত ৬ মাস ধরে যুদ্ধে করছে। এরই মধ্যেই আরাকান আর্মি রাখাইনের অধিকাংশ অঞ্চল ও দেশটির সেনা ও বিজিপি’র ক্যাম্প, চৌকি দখলের পরে মংডু শহর দখল নিতে সেখানেও তীব্র হামলা চালাচ্ছেন।এদিকে মিয়ানমার সীমান্ত থেকে একাধিক বার নাফনদীতে বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনাও ঘটেছে।

পাঠকের মতামত

উখিয়ায় বিপিজেএফ'র পরিচিত পর্ব ও প্রথম সভায় বক্তারা পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করার আহবান

         বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদ্য গঠিত উখিয়া উপজেলা শাখার পরিচিত পর্ব ও প্রথম ...

শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...

উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

         কক্সবাজারের উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ (তম) হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ...

রাজাপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ মুহসিন শ্রমিক-জনতার জীবনমান উন্নয়নে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই

         মুমিনদের জীবন হবে সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো একটি জীবন। যে জীবন অতিবাহিত করার মাধ্যমে অনন্ত ...

ট্রাইব্রেকারে ধীরেন্দ্র একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মাধবচন্দ্র একাদশ উখিয়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

         খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইব্রেকারে গড়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ। ...