ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪ ৮:২৮ পিএম , আপডেট: জুলাই ২৯, ২০২৪ ৮:৩০ পিএম

প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে অপহৃত ব্যবসায়ী হোসন আহমেদকে একদিন পরে উদ্ধার।এ ঘটনার সহায়তাকারী আব্দুর রহিম নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক আব্দুর রহিম টেকনাফ সদর ইউনিয়নের লেংগুরবিলের ফজল আহমদের ছেলে।

উদ্ধারকৃত ভিকটিম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালি নাছরপাড়ার শাহ আলমের ছেলে।

গত রবিবার ২৭ জুলাই নিজ বসতঘর হোয়াইক্যং থেকে টেকনাফ যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়েছিল বলে বিষয়টি জানিয়েছেন ভিকটিমের বড় ভাই নুর মোহাম্মদ।

তিনি বলেন,আমার ছোট ভাই হোসেন আহমেদ গত ২৬ জুলাই কক্সবাজার থেকে বাড়িতে আসেন।পরেরদিন রবিবার সে টেকনাফ যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়।বের হওয়ার পর থেকে তার কোন খোঁজ খবর না পেয়ে আমরা চিন্তাভাবনার মধ্যে পড়ি।পরে আমাদের নাম্বারে কল আসে আমার ভাইকে ফেরত পেতে হলে মুক্তিপন হিসাবে দুই লাখ টাকা দিতে হবে,আর টাকা যদি না দিলে ভাইকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এক পর্যায়ে টেকনাফ থানায় অভিযোগ করা হলে, আমাদের অভিযোগের ভিত্তিতে থানার এসআই সুদর্শন ও এসআই বিশ্বজিৎ সহ একদল পুলিশ টেকনাফ সদর ইউনিয়ন লেংগুর বিল এলাকায় থেকে গত ২৮ জুলাই আমার ভাইকে উদ্ধার করেন।পরবর্তীতে তথ্য নিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত লেংগুরবিল এলাকার আব্দুর রহিমকে সোমবার ২৯ জুলাই বিকালে লেংগুর বিল এলাকায় থেকে তাকে আটক করে পুলিশ।

এসআই সুদর্শন জানান,হোয়াইক্যং খারাংখালির হোসন আহমেদ নামে এক অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।এবং এ ঘটনার সহায়তাকারী টেকনাফ লেংগুরবিল এলাকার আব্দুর রহিমকে আটক করা হয়।
########

পাঠকের মতামত

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ১ ডাকাত আটক

           নিজস্ব প্রতিবেদক কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশান কুতুবদিয়া খবর পেয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ...

দুই দিনে আট রোহিঙ্গা গ্রেফতার

         শহিদুল ইসলাম। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার একজন সন্দিগ্ধ আসামীকে ...

নাফনদীতে ট্রলার লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি বর্ষন

           আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার) সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদীতে যাত্রীবাহী বাংলাদেশি একটি ...