আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ শিকারে ঘিয়ে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। দুজনই সম্পর্কে পিতা-পুত্র।সূত্রে জানা যায়, টেকানাফ হ্নীলা ইউনিয়নের জাদীমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ৭নং ব্লকের বাসিন্দা (এফসিএন নং-২৫৭২৩৬) ছালামত উল্লাহর পুত্র নুরুল্লাহ (৩৭) ও নুরুল্লাহর পুত্র রুহুল আমিন (১৩)। সোমবার (১জুলাই) সকালে নাফনদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বুধবার (৩ জুলাই) বিকেলে হ্নীলা ইউনিয়নের দমদমিয়াস্থ কেয়ারী ঘাটের উত্তর পাশে পুত্র রুহুল আমিন (১৩) ও পরবর্তীতে দক্ষিণ পাশ থেকে পিতা নুরুল্লাহ’র (৩৭) ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস জানান,নাফনদীতে মাছ শিকারে পিতা-পুত্র নিখোঁজের খবর পেয়ে টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাশেমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার একপর্যায়ে দমদমিয়াস্থ কেয়ারী ঘাটের উত্তর ও দক্ষিণ পাশ হতে পৃথকভাবে মৃতদেহ ২টি উদ্ধার করকে সক্ষম হই। পরে আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ ২টি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। উক্ত বিষয়ে টেকনাফ মডেল থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত