ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ২২, ২০২৪ ৮:১৫ পিএম

প্রতিনিধি।পার্বত্য নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের  দক্ষিণ মৌলভীর কাটায় পানের বরজে রাসেল’স ভাইপার সাপের কামড় থেকে বেঁচে গেল পানের বরজচাষী জিয়াবুল হক।

শনিবার (২২ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটার এলাকা সাপটি দেখেন। এরপর সাপটি বরজ মালিকের ছেলে জিয়াবুলকে বেশদূর  তাড়িয়ে নিয়ে যাওয়ার পর  নিজকে বাঁচাতে এ যুবক সাপটিকে  লাঠি দিয়ে প্রতিহত করে। পরে সাপটি  আধামরা হলে এলাকাবাসী এটিকে পরে  মেরে ফেলে।

স্থানীয় বাসিন্দা দিদার মিয়া সিকদার ও সাপে অভিজ্ঞ আবদুর রহিমসহ অনেকে জানান,  সকাল  ৯ টায় আবদুল এলাকার আবদুল খালেকের ছেলে জিয়াবুল হক পানের বরজে গেলে সাপটিকে শুয়ে থাকতে  দেখতে পান ।

ভয়ে সাপ সাপ আওয়াজ করলে এটি তাকে দ্রুত গতিতে তাড়াতে শুরু করে তাকে।  বেশ দুর গিয়ে জীবন রক্ষার্থে লাঠি কুড়িয়ে নিয়ে সে সাপটিকে  আঘাত করলে সাপটি আধামরা হয়ে গেলে স্থানীয়রা নিরাপত্তার কথা চিন্তা করে এটি মেরে ফেলে।

এদিকে ভীতি সৃষ্টিকারী এ সাপ নিয়ে দুর থেকে ছবি দেখে অনেকে অজগর বলে দাবী করলেও স্থানীয়রা কোনভাবেই এটিকে অজগর বলতে নারাজ। তারা এটিকে রাসেল’স ভাইপার বলে দাবী করেন এ প্রতিবেদকের কাছে।

এদিকে স্থানীয় সাপুড়ে মোহাম্মদ আলম সাপটি দেখে বলেন,এটি অজগরের মতো হলেও কিছু বিষয় ভিন্ন মনে হয়। তবে তিনি রাসেল’স ভাইপার জীবনে একবারও দেখেন নি  যেহেতু এটিকে ঐ সাপ কিনা নিশ্চিতভাবে বলতে নারাজ।

স্থানিয় ইউপি মেম্বার মোহাম্মদ ইউনুছ জানান,তিনি শুনেছেন এটি রাসেল’স ভাইপার,তবে দেখেন নি। এ ঘটরায় এলাকায় কিছুটা আতংক ছড়িয়েছে।

স্থনীয়রা জানান,তারা এখন আতঙ্ক গ্রস্থ।  ধারণা করা হচ্ছে, পানের বরজ ও ফসলের মাঠে এই ধরনের আরও সাপ থাকতে পারে তাই তাদের ভয় লাগছে।

তাদের ধারণা, সাপটি হয়ত অতি নিকটবর্তী  মিয়ানমার সীমান্ত পার হয়ে   এদেশে ঢুকে পড়েছে।

পাঠকের মতামত

সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণের প্রতিবাদে মানববন্ধন ও গণমিছিল

           প্রতিনিধি।সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ ও পর্যটকদের রাত্রী যাপন নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে দ্বীপের হাজার হাজার ছাত্র- ...

টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ, আতঙ্কে দ্বীপবাসী

            টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: ঘূর্ণিঝড় দানার প্রভাবে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। ...

চট্টগ্রামের বায়েজিদ থেকে সাবেক এলজিইডি সচিব হেলালুদ্দীন গ্রেপ্তার

          নিজস্ব প্রতিনিধি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ওনির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ ...