ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ১৩, ২০২৪ ১০:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে এক সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ জুন) সাড়ে ১১টার সময় উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

এ সময় ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয় উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাসেল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা কমিশনার (ভূমি) সালেহ আহমেদ, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক মেডিক্যাল অফিসার) সাজেদুল ইমরান শাওন, বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহে আলম, উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম, উখিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশীদ, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে ও রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় নব নির্বাচিত উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেছেন উখিয়া-টেকনাফের একটি বদনাম আছে। সেটা হল মাদক। এই বদনাম ঘোচাতে সবার সহযোগিতা কামনা করেছেন। এছাড়া রোহিঙ্গা সমস্যা। এরা প্রতিনিয়ত খুন খারাবিতে লিপ্ত। একটি পঞ্চ বার্ষিকী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ মে তৃতীয় ধাপে কক্সবাজারের উখিয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ হওয়ার পর বুধবার (১২ জুন) শপথবাক্য পাঠ করেন তারা।

#######

পাঠকের মতামত

আটাশে অক্টোবরের লগি-বৈঠা হত্যাযজ্ঞের মাষ্টারমাইন্ড শেখ হাসিনা- মুহাম্মদ শাহজাহান 

         উখিয়া প্রতিনিধি। জামায়াতে ইসলামীর এসিসটেন্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ২০০৬ ...

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৬

         নিজস্ব প্রতিবেদক। কক্সবাজারের উখিয়ায় অটোরিকশা- বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হওয়ার ...

দৌড় দিয়ে মাদক ও দুর্নিতী প্রতিরোধের প্রচারনা করলো পঞ্চগড়ের তরুণ সমাজ

         পঞ্চগড় প্রতিনিধি উত্তরের জেলা পঞ্চগড়ে মাদক ও দুর্নীতি প্রতিরোধে মাঠে নেমেছে তরুণসমাজ।শনিবার সকালে সম্মিলিত স্বেচ্ছাসেবী ...

টেকনাফের দুই কিশোরকে আরাকান আর্মি থেকে ফেরত আনলো বিজিবি

         প্রতিনিধি।মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি’র হাতে আটক কক্সবাজারের টেকনাফের দুই কিশোরকে ফেরত আনলো বর্ডার ...

সর্বসাধারণের প্রতি যে বার্তা দিলো উখিয়ার ছাত্র প্রতিনিধিবৃন্দ

         নিজস্ব প্রতিবেদক। উখিয়া উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কোনো কার্যক্রমে নিজেদের অংশগ্রহণ থেকে বিরত থাকার ...