ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ১২, ২০২৪ ১০:৫৫ পিএম

 

টেকনাফ প্রতিনিধি।।

German Federal Foreign Office(GFFO) এর অর্থায়নে এবং Plan International Bangladesh এর কারিগরী সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বিটা (বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস) কর্তৃক পরিচালিত Joining Forces For Child Protection In Emergencies (JFCPiE) প্রকল্পের সরকারি- বেসরকারী সেবা প্রদানকারীদের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১২জুন সকাল ১১টার সময় টেকনাফ উপজেলা মিলনায়তনে সমমনা সরকারি-বেসরকারী সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিবর্গের সাথে অভিজ্ঞতা ও শিখণ বিনিময় শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আদনান চৌধুরী।

টেকনাফ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো: খুরশেদ আলম এর সভাপতিত্বে আলোচনায় শুভেচ্ছা বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিবিসিপি স্পেশালিষ্ট জর্নাদন কর্মকার প্ল্যান এর সহায়তায় বিটা গত দুই যাবত শিশু সুরক্ষা বিষয়ক প্রকল্পের অধীনে আজকের আয়োজনে উপস্থিত সকলকে প্ল্যান ও বিটার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

তিনি আরো বলেন-আজকের অভিজ্ঞতা বিনিময় সভার মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের কাজের প্রভাব ও ভবিষ্যৎ করণীয় গুলোকে চিহ্নিত করার লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি আপনাদের মূল্যবান আলোচনা ও মতামতের মাধ্যমে কাজের প্রভাব গুলো আমরা খুঁজে পাবো এবং আজকের কর্মসূচী সফলতা লাভ করবে।

প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ আলম পাওয়ার পয়েন্ট পেজেন্টেশান এর মাধ্যমে প্রকল্প কার্যক্রম সম্পর্কিত তথ্য উপস্থাপন শেষে আলোচনা পর্ব উম্মুক্ত করেন। উম্মুক্ত আলোচনা পর্বে টেকনাফ পৌরসভার ০৫ নং ওয়ার্ডের সিবিসিপি কমিটির সদস্য সৈয়দ নুর বলেন- বিটা এই প্রকল্পের মাধ্যমে শিশু শ্রম, বাল্য বিয়ে, মাদক, তথা শিশুর ঝুঁকির ক্ষতিকর দিক নিয়ে কাজ করেছে। ভবিষ্যতেও এখানে এই বিষয়ে কাজ করার গুরুত্ব রয়েছে। বাহারছড়া ইউনিয়নের ভ্যাকসিনেশান প্রশিক্ষণার্থী মো: হামিদ বলেন-বিটার সহায়তায় আমি ভ্যাকসিনেশান বিষয়ক প্রাথমিক প্রশিক্ষণ পেয়েছি এবং পরবর্তিতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সহায়তায় কৃত্রিম প্রজনন এর ৬ মাস মেয়াদী ডিপ্লোমা কোর্স করে একজন দক্ষ ভ্যাকসিনেটর হিসেবে বাহারছড়া ইউনিয়নে কাজ করছি।

সিবিসিপিসি সদস্য খুরশিদা বেগম বলেন- বিটার কাজের সাথে যুক্ত থেকে শিশুদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রায় ৩০ জন শিশুকে বিটার সহায়তায় পুনরায় স্কুলে ভর্তি করাতে সক্ষম হয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন- শিশু সুরক্ষা মানে শিশুর জন্য ভালো হয় এমন কিছু করা। শিশু সুরক্ষাকে বিবেচনায় রেখে লাইভলীহুড কার্যক্রম গুলোকে আরো দৃশ্যমান করতে বিটাকে সরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করলে প্রকল্পের কার্যক্রম আরো সফলতা পাবে। তিনি আরো বলেন-উপজেলায় সেবা নিতে আসা মায়েদের শিশুদের বুকের দুধ পান করানোর জন্য কোন নিরাপদ স্থান নেই। বেসরকারি উদ্যোগে উপজেলার ভিতরে একটি ব্রেষ্ট ফিডিং কর্ণার করা যেতে পারে। এছাড়া উপজেলার অভ্যন্তরে শিশুদের জন্যও একটি সিএফএস করা যেতে পারে। টেকনাফ উপজেলায় বর্তমানে শিক্ষার হার প্রায় ২৭%। সকল শিশুকে স্কুলগামি করার জন্য আমাদের সকলকে আরো বেশি অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন- বিটা বিগত দুই বছরের তাদের প্রকল্পের কার্যক্রমে বাহারছড়া ইউনিয়ন পরিষদকে বিভিন্নভাবে সম্পৃক্ত করেছে। তাদের কার্যক্রম সম্পর্কে জনপ্রতিনিধি হিসেবে আমি অবগত ছিলাম। আশা করছি ভবিষ্যৎ কাজেও তারা আমাদেরকে সম্পৃক্ত করে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন- শিশু সুরক্ষার জন্য মায়েদেরকে বেশি করে সচেতন করতে হবে। শিশু সুরক্ষাকে কেন্দ্র করে যেসব আয়বৃদ্ধিমুলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে সেগুলোকে আরো স্থায়িত্বশীল করতে হবে।

সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের সাথে আরো বেশি সমন্বয় এর উপর গুরুতারোপ করেন। প্ল্যানের সহায়তায় বিটার কার্যক্রমের মাধ্যমে শিশু সুরক্ষায় পরিবর্তন এসেছে জেনে আমি খুবই আনন্দবোধ করছি। সর্বোপরি তিনি বিটা ও প্ল্যানকে তাদের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান এবং কাজের ধারাবাহিকতা প্রত্যাশা করেন।
সভাপত্বির বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা বলেন উপক‚লীয় এলাকায় কাজের পরিমাণ বাড়াতে হবে। বিশেষ করে বাহাড়ছড়া, সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপ এর মতো উপক‚লীয় এলাকায় শিশু সুরক্ষার কার্যক্রম চাহিদার তুলনায় কম বলে সেই সব স্থানে কাজের পরিকল্পনা করার জন্য প্ল্যান ও বিটার দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনা পর্বে আরোও বক্তব্য রাখেন- বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, স্কুল শিক্ষক, কিশোর-কিশোরী, সহকারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা তথ্য ও সেবা অফিসার, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ও এ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টর লামা থুই মারমাসহ অন্যান্য প্রতিনিধিগন।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কেইস ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট খালেদ চৌধুরী সমাপনী বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থাপিত সকল মতামত ও দিক নির্দেশনা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সহায়ক হবে বলে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিজ্ঞতা বিনিময় ও শিখন বিষয়ক সভার সমাপনী ঘোষনা করেন।

পাঠকের মতামত

  • স্বপদে বহাল থাকতে রামু জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তোড়জোড়, শিক্ষার্থীদের বিক্ষোভ
  • খুটাখালীতে যুবদলের কর্মী সভায় বক্তারা- ১৭ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি
  • টেকনাফের সাবরাংয়ে পুলিশের অভিযানে ৩২ হাজার ইয়াবা উদ্ধার, ট্রাক ড্রাইভার ও হেলাপার
  • রামুতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ২৩ হাজার কিশোরীকে দেয়া হবে এইচপিভি টিকা
  • জীবিত মেহের আলীর নামে ইউপি চেয়ারম্যানের মৃত্যু সনদ!
  • টেকনাফে ৭ বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত ব্যক্তি গ্রেফতার
  • রামুতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
  • ঈদগাঁওতে বন্যহাতির রহস্যজনক মৃত্যু
  • চলে গেলেন পঞ্চগড়ের সাংবাদিক সাইফুল আলম বাবু
  • চকরিয়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা
  • স্বপদে বহাল থাকতে রামু জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তোড়জোড়, শিক্ষার্থীদের বিক্ষোভ

              প্রতিবেদক, রামু কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের ...

    খুটাখালীতে যুবদলের কর্মী সভায় বক্তারা- ১৭ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি

             সেলিম উদ্দীন, ঈদগাঁও দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কক্সবাজারের ...

    টেকনাফের সাবরাংয়ে পুলিশের অভিযানে ৩২ হাজার ইয়াবা উদ্ধার, ট্রাক ড্রাইভার ও হেলাপার

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে একটি বিশেষ অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবা ...

    রামুতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ২৩ হাজার কিশোরীকে দেয়া হবে এইচপিভি টিকা

             প্রতিবেদক, রামু জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধযোগ্য একটি রোগ। দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এই ...

    জীবিত মেহের আলীর নামে ইউপি চেয়ারম্যানের মৃত্যু সনদ!

             প্রতিবেদক, রামু কক্সবাজারের রামুতে টাকার বিনিময়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যু সনদপত্র দেওয়ার অভিযোগ উঠেছে ...

    টেকনাফে ৭ বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত ব্যক্তি গ্রেফতার

             স্টাফ রিপোর্টার।কক্সবাজারের টেকনাফে পলাতক ৭ বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত ব্যক্তি সাব্বির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার ...