ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ১১, ২০২৪ ৮:১৮ পিএম , আপডেট: জুন ১১, ২০২৪ ৮:৫৭ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
মিয়ানমারে আভ্যন্তরীণ সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সাবরাং সীমান্ত পয়েন্ট দিয়ে অস্ত্রসহ বিজিপির অন্তত আরো ২৮ জন সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছে।পরে বিজিপির এসব সদস্য আত্মসমর্পণের পর বিজিবি হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১১ জুন) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর আঁচারবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে বিজিপির এসব সদস্য পালিয়ে আসে বলে জানান টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে তিনি এ তথ্য দিলেও বিজিপির কতজন সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছে সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি।

ইউএনও আদনান চৌধুরী বলেন, ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর আঁচারবনিয়া পয়েন্ট দিয়ে একটি কাঠের ট্রলার যোগে অস্ত্রসহ বিজিপির অন্তত ২৮ জন সদস্য পালিয়ে আসে। পরে তারা সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় প্রার্থনা করে। এসময় অস্ত্রসহ তাদের বিজিবি সদস্যরা হেফাজতে নিয়েছে।

সকালে স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়টি প্রশাসনের কাছে অবহিত করলে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলেন স্থানীয় ইউএনও।

আদনান চৌধুরী আরো বলেন, অন্তত ২৮ জন বিজিপির সদস্য পালিয়ে আসার ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা তথ্য দিলে সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। বিজিপির এসব সদস্যদের হেফাজতে নেওয়ার পর বিজিবির দমদমিয়া বিওপিতে রাখা হয়েছে।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, ভোরে নাফ নদী সীমান্ত দিয়ে কাঠের ট্রলার যোগে অস্ত্রসহ বিজিপির ২৮ জন সদস্য পালিয়ে আসে। পরে বিজিবির সদস্যরা মিয়ামনার সীমান্তরক্ষী বিজিপির এসব সদস্যদের হেফাজতে নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাঈনুল কবির বলেন, ভোরে টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত দিয়ে মিয়ানমারের বিজিপির কিছু সদস্য পালিয়ে আশ্রয় নেওয়ার বিষয়টি নানা মাধ্যমে শুনেছেন। তবে কতজন বিজিপি সদস্য পালিয়ে এসেছে তা নিশ্চিত হতে পারেননি।

এ ব্যাপারে বিজিবিসহ সংশ্লিষ্টদের সাথে আলাপ করে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...