ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ৯, ২০২৪ ৮:৫৮ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে মাছঘাটে অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে সকলের উপস্থিতিতে ধবংস করা হয়েছে।

সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই ২০২৪ ইং পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ নিষিদ্ধ।
আইন অমান্য করায় টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন সমুদ্র সৈকতে রবিবার (৯ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে নেতৃত্বে দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, টেকনাফ নৌ-পুলিশের ওসি তপন কুমার বিশ্বাসসহ টেকনাফ কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যবৃন্দ।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...