ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ৯, ২০২৪ ১২:৪৮ এএম , আপডেট: জুন ৯, ২০২৪ ১২:৫৪ এএম

নিজস্ব প্রতিবেদক:

ক্রীড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ জাতীয় পর্যায়ে অংশগ্রহণে ঢাকার উদ্দেশ্যে রুমখাপালং হাতিরঘোনা সাইরা সপ্রাবির কৃতি শিক্ষার্থী হ্লা থোয়াই চিংখেয়াং।

শনিবার (৮ জুন) সন্ধ্যায় প্রতিভাধর এই ছেলেটিকে নিয়ে উখিয়া ছেড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন প্রধানশিক্ষক মো: নাসির উদ্দিন।

তিনি বলেছেন, এর আগে সে ক্রিকেট বল নিক্ষেপে ইউনিয়ন, উপজেলা, জেলা ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।

এদিকে নিজের শৈশবের বিদ্যাপীঠ রুমঁখাপালং হাতিরঘোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ে প্রেরণা যোগাতে এসএমসির পক্ষ থেকে আগামীকাল মাঠে থাকার কথা জানিয়েছেন সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া।

তিনি বলেছেন, প্রান্তিক অঞ্চলের একটি বিদ্যালয়ের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে খেলবে এটা অনেক বড় প্রাপ্তি। প্রতিটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ জাতীয় পর্যায়ে রুমঁখাপালং হাতিরঘোনা সাইরা সপ্রাবির শিক্ষার্থী হ্লা থোয়াই

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...