ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ৬, ২০২৪ ৯:৪৬ এএম

 

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
মাঝ সাগরে নির্বাচনী টিম বহনকারী দু’টি জাহাজের উপর গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। তবে গুলিতে জাহাজ দু’টি ক্ষতিগ্রস্থ হলেও কেউ হতাহত হননি। বুধবার (৫ জুন) সেন্টমার্টিনদ্বীপে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ শেষে ফেরার সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিনদ্বীপ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহপরীরদ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, সেন্টমার্টিনদ্বীপে ভোট গ্রহণ শেষে ফেরার সময় সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মাঝ সাগরে নির্বাচনী টিম বহনকারী দু’টি জাহাজের উপর হঠাৎ গুলিবর্ষন করে। বৃষ্টির মতো গুলি এসে জাহাজে লাগে। আমরা দ্রæত ভেতরে ঢুকে দরজা-জানালা বন্ধ করে দিই। তবে কে বা কারা গুলিবর্ষন করেছে তা জানা ও দেখা সম্ভব হয়নি। মিয়ানমারের দিক থেকে গুলি এসেছে এটা নিশ্চিত। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার মেহেদী হাসান বলেন, ‘নির্বাচনী টিম বহনকারী দু’টি জাহাজের উপর গুলিবর্ষনের ঘটনা সত্য। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনা শুনেছি। তবে কে বা কারা কি উদ্দেশ্যে গুলিবর্ষন করেছে তা জানা যায়নি। নির্বাচনী টিম অক্ষত অবস্থায় রাতে ফিরে এসেছেন। বিষয়টি বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী খতিয়ে দেখছেন’। ##

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...