ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ২৭, ২০২৪ ৫:৫৩ পিএম

প্রতিনিধি।কক্সবাজারের রামুতে তল্লাশি চালিয়ে ৫৮০ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথসহ একজনকে আটক করা হয়েছে। এর মূল্য দুই কোটি নব্বই লাখ টাকা। রোববার (২৬ মে) গভীর রাতে মরিচ্যা চেকপোস্ট থেকে ১০০ গজ উত্তরে তিন রাস্তার মোড় এলাকায় এ তল্লাশি-অভিযান চালায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

আটক ব্যক্তির নাম সুমন তালুকদার (২৬)। তিনি বাগেরহাট জেলার মোংলা দক্ষিণ মালগাজী এলাকার জামাল তালুকদারের ছেলে।

রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, রাতে সড়কে তল্লাশি চালালে একজন পথচারীর কাছে ৫৮০ গ্রাম আইস পাওয়া যায়। এ সময় একটি মোবাইলও উদ্ধার করা হয়

তিনি বলেন, আটক আসামিকে ক্রিস্টাল মেথসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...