ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ২৪, ২০২৪ ১১:২০ পিএম

শহিদুল ইসলাম।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।এতে আরো ও তিন বাংলাদেশী নিখোঁজ রয়েছে বলে স্হানীয়রা জানিয়েছেন।এরমধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়েছে। বর্তমানে দুইজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গুরুত্বর আহতরা হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামের হাবিবুর রহমানের ছেলে নবী হোসেন ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবু তাহের। নবী হোসেন নামের যুবককে এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।শুক্রবার(২৪ মে) রাত সাড়ে আটটার দিক বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু পশ্চিম এলাকায় এ মাইন বিস্ফোরণ ঘটনা ঘটে।

এ ঘটনার পর খবর পেয়ে স্হানীয়রা উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন।এর দুইজনের অবস্থা আশংকা জনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।এছাড়া ও আরো তিনজন নিখোঁজ রয়েছেন।তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।এ ব্যাপারে ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ আহতদের কথা নিশ্চিত করেছেন।নিখোঁজ তিনজনের বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

#####

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...