কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন লেগেছে। এখনো পর্যন্ত জ্বলছে আগুন। এ রিপোর্ট লেখাকালিন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।উখিয়ার ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।শুক্রবার(২৪ মে) রাত সাড়ে আটটার দিকে পোড়া কয়লা থেকে আগুন সুত্রপাত।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেছেন কয়লা থেকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে উখিয়ার ১৩ রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে আড়াই শতাধিক ঘর বাড়ি সহ দোকান পাট। এছাড়া ১০জন গুরুতর আহত হয়।গুরুতর আহতদের উদ্ধার করে এনজিও সংস্থার পরিচালনাধীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঠকের মতামত