প্রকাশিত: মে ১৯, ২০২৪ ১২:২৭ পিএম

 

সিএসবি টুয়েন্টিফোর ॥
পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী।

আজ রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেসক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান।

গত১ এপ্রিল হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। আজ সকাল সাড়ে ৮টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান।

এর মাধ্যমে দীর্ঘ ১১ বছর প্রতীক্ষার পর তৃতীয় মেরুতে উড়ল লাল-সবুজের পতাকা।

যদিও বাবরের অভিযান এখনো শেষ হয়নি, তার লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। রবিবার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়।

উল্লেখ্য, ৩৩ বছর বয়সী বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। এর পর শুরু করেছিলেন চিকিৎসা পেশা। তবে থিতু হননি। চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। সাইকেলিংয়ের পাশাপাশি এখন পর্যন্ত সারগো রি (৪ হাজার ৯৮৪ মিটার), সুরিয়া পিক (৫ হাজার ১৪৫ মি.), মাউন্ট ইয়ানাম (৬ হাজার ১১৬ মি.), মাউন্ট ফাবরাং (৬ হাজার ১৭২ মি.), মাউন্ট চাউ চাউ কাং নিলডা (৬ হাজার ৩০৩ মি.), মাউন্ট শিবা (৬ হাজার ১৪২ মি.), মাউন্ট রামজাক (৬ হাজার ৩১৮ মি.), মাউন্ট আমা দাবলাম (৬ হাজার ৮১২ মি.) ও চুলু ইস্ট (৬ হাজার ০৫৯ মি.) পর্বতের চূড়ায় উঠেছেন এই তরুণ।

এবার বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে অভিযানে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের তরুণ বাবর আলী।

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে বাবর আলী বিস্তারিত জানান।

সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘বেশিরভাগ পর্বতারোহীই বিশ্বের সবচেয়ে উঁচু বিন্দুতে দাঁড়িয়ে বাকি পৃথিবী দেখার স্বপ্ন দেখেন। আমিও এর ব্যতিক্রম নই। আমি সব সময় চ্যালেঞ্জিং আর নতুন কিছু করতে পছন্দ করি বলেই একই অভিযানে এভারেস্টের সাথে লোৎসে আরোহণের এই প্রচেষ্টা নিতে যাচ্ছি।’

অভিযানের প্রস্তুতি নিয়ে বাবর আলী বলেন, ‘এই অভিযানে প্রায় ৪৫ লাখ টাকা খরচ হতে পারে। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে লুকলার উদ্দেশে রওনা হবো। সেখান থেকে সপ্তাহ খানেকের ট্রেকিং শেষে পৌঁছাব বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হবে সেখান থেকেই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিযানের সমন্বয়ক ফরহান জামান। তিনি বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের তৃতীয় অথবা শেষ সপ্তাহে চূড়ায় আরোহণ সম্পন্ন হতে পারে।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ভার্টিক্যাল ড্রিমার্স’র সাবেক সভাপতি শিহাব উদ্দিন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নিটওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বাবরের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। এই অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে বাবরের পাশে দাঁড়িয়েছেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালস ও বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে অনেকেই।

উল্লেখ্য, পর্বতারোহণে বাবরের পথচলা শুরু ২০১৪ সাল থেকে। ট্রেকিং-এর জগতে ২০১০ সালে; পার্বত্য চট্টগ্রামের নানান পাহাড়ে পথচলার মধ্য দিয়ে। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স-এর প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এই ক্লাবের হয়েই গত দশ বছরে হিমালয়ের নানান শিখরে অভিযান করে আসছেন তিনি। ভারতের উত্তরকাশীর নেহরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন ২০১৭ সালে।

২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২ হাজার ৩৪৯ ফুট) আরোহণ করেন বাবর।

পাঠকের মতামত

  • কিশলয় বালিকা স্কুলে শিক্ষক-শিক্ষিকা সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
  • টেকনাফে পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাত চক্রের এক সক্রিয় সদস্য গ্রেফতার 
  • চকরিয়া-পেকুয়ায় বিভিন্ন মামলায় আওয়ামীলীগের ২১ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ঈদগাঁওতে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিসহ গ্রেফতার-২
  • উখিয়ায় ইজিবাইক টমটম মালিক সমিতির কার্যালয় শুভ উদ্বোধন 
  • রামুর আলোচিত ব্যবসায়ি রাশেদ হত্যাকান্ডের প্রধান আসামী মোতাহের হোসেন গ্রেফতার
  • ইয়াবা সম্রাট বদির আরেক সহযোগী সি-লাইন বাদশা গ্রেপ্তার
  • ঘুমধুমে বিষপানে এক নারীর মৃত্যু!
  • টেকনাফ পৌরসভার সহযোগিতায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ শুরু
  • দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী
  • টেকনাফে পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাত চক্রের এক সক্রিয় সদস্য গ্রেফতার 

               আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে  অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য ...

    চকরিয়া-পেকুয়ায় বিভিন্ন মামলায় আওয়ামীলীগের ২১ নেতা-কর্মী গ্রেপ্তার

             মুকুল কান্তি দাশ,চকরিয়া: কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় আওয়ামীলীগের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ...

    ঈদগাঁওতে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিসহ গ্রেফতার-২

               সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিরসহ আওয়ামীলীগ-যুবলীগের ২ নেতা ...

    উখিয়ায় ইজিবাইক টমটম মালিক সমিতির কার্যালয় শুভ উদ্বোধন 

             নিজস্ব প্রতিবেদক। কক্সবাজারের উখিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক টমটম মালিক সমিতির উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন হয়েছে। শুক্রবার ...

    রামুর আলোচিত ব্যবসায়ি রাশেদ হত্যাকান্ডের প্রধান আসামী মোতাহের হোসেন গ্রেফতার

             প্রতিবেদক, রামু কক্সবাজারের রামু উপজেলার বহুল আলোচিত ব্যবসায়িকে নুরুল আলম ছিদ্দিকী রাশেদ হত্যাকান্ডের প্রধান আসামী ...