ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ১৩, ২০২৪ ৩:৩৩ পিএম

নিজস্ব প্রতিনিধি।

নির্বাচন কমিশন ( ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১১২ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের রামু উপজেলা পরিষদের নির্বাচনে ৩ টি পদে ১০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ।

সোমবার (১৩ মে) সকাল ১১ টায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান পদে সোহেল সরওয়ার কাজল ( আনারস), সিরাজুল ইসলাম ভূট্টো ( মোটর সাইকেল), মোহাম্মদ ইউসুফ ইকবাল ( মুকুট) প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন( তালা), মোস্তাক আহমদ ( টিউবওয়েল) , কায়সার কামাল চৌধুরী শিমুল( মাইক),মো. আবদুল্লাহ সিকদার( চশমা) ও মোহাম্মদ নেজাম উদ্দিন (উড়োজাহাজ) প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফসানা জেসমিন পপি( কলস), মুসরাত জাহান মুন্নি ( প্রজাপতি) প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

প্রসঙ্গত, রামুর ৬৪ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৯৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯৯ হাজার ১২৫ জন। নারী ভোটার রয়েছে ৮৭ হাজার ৮২৬ জন। আগামী ২৯ মে ৬৪ টি কেন্দ্রের ৪৩৪ টি ভোট কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...