প্রকাশিত: মে ১৩, ২০২৪ ১:২৮ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইলিয়াস (৪৩)। সে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৪ এক্সটেনশন এর বাসিন্দা আবুল কাশেম এর ছেলে। সে ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৩ মে) ভোর রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৪ এক্সটেনশন এর সি ব্লক সংলগ্ন হ্যান্ডিক্যাফ অফিসের পেছনে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

জানা যায়, গতরাতে অজ্ঞাতনামা ১০/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করেন। এরপর ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যায়। বসত বাড়ি সংলগ্ন হ্যান্ডি ক্যাফ অফিসের পেছনে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন।

এ ঘটনার পর উখিয়া থানার উপ-পরিদর্শক অরুপ তালুকদার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান।সেখানে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...