ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ১২, ২০২৪ ৯:৪০ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজা ও ১,০০০ টাকা অর্থদন্ডপ্রাপ্ত এক নারী পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

গ্রেফতারকৃত আসামি হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ওয়াব্রাং এলাকার মোঃ হানিফের মেয়ে ও মুহাম্মদ হাসানের স্ত্রী মরিয়ম খাতুন (২৭)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,চট্রগ্রাম (সিএমপি) কোতোয়ালী থানার মামলা নং-২৮ (০৫)০১, জিআর নং ৫১৪/১১, প্রসেস নং ৩৩৪/১৯, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) মোতাবেক সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মরিয়ম খাতুনকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কক্সবাজারের টেকনাফ থানাধীন ওয়াব্রাং এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ মে) রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মরিয়ম খাতুন (২৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৫ বছরের সাজা ও ১,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

সমন্বয়ক সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

         পঞ্চগড়ের সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ...

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...