ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ১১, ২০২৪ ১২:০১ পিএম , আপডেট: মে ১১, ২০২৪ ১২:০২ পিএম

 

পলাশ বড়ুয়া ॥
কক্সবাজারের উখিয়ায় ফরম ফিলাপের দাবীতে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। নির্বাচনী পরীক্ষায় এক/দুই বিষয়ে অকতৃকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপ আটকে দেয়ায় এ ঘটনা ঘটেছে।

শনিবার (১১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উখিয়া কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নির্বাচনী পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপের দাবীতে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিলে তারা ভালো ভাবে পড়ালেখা করবে। ভাল ফলাফল নিশ্চিত করবে। এর আগে এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপের সুযোগ দেয়া হয়েছে।

এ সময় উখিয়া কলেজ অধ্যক্ষ শাহ আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গভর্ণিং বডির সিদ্ধান্ত ব্যতিরেখে কোন ধরণের পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। কলেজের সামগ্রীক মানোন্নয়নে গভর্ণিং বডি এই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন কোন সিদ্ধান্ত গৃহীত হলে যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

পাঠকের মতামত

সমন্বয়ক সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

         পঞ্চগড়ের সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ...

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...