ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ৭, ২০২৪ ৮:২৭ পিএম

 

জাহাঙ্গীর আলম, টেকনাফ( কক্সবাজার) সংবাদদাত

মিয়ানমারের রাখাইনের সংঘাত তীব্র আকার ধারণ করায় আবারও কক্সবাজারের টেকনাফে বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে।

সোম-মঙ্গলবার রাতে ও দিনের বেলায় দুইদিন ধরে টেকনাফের হ্নীলা ও সাবরাং,শাহপরীর দ্বীপ সীমান্তসহ পৌরসভার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।গোলার শব্দে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ছেন বলে জানা গেছে।

জানা গেছে, মিয়ানমারের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ( এএ) ও আরও একটি বিদ্রোহী গ্রুপের সঙ্গে দেশটির সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।একে -অপরের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে মর্টারশেল -ভারী গুলি ও হেলিকপ্টার থেকে ছুঁড়া হচ্ছে বোমা।এতে বিদ্রোহী গ্রুপরা রাখাইনের সীমান্ত চৌকি ও বিজিপি’র ক্যাম্প সহ মংডুর টাউনশীপ দখল করে নিয়েছেন।এবং অসংখ্য মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।

দেশটির অভ্যন্তরে চলা সংঘর্ষের কারনে টেকনাফ সীমান্ত পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে।এবং থেমে থেমে ভেসে আসছে বিস্ফোরণের আওয়াজ।
এবং নতুন করে পালিয়ে দু’দফা মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপির) সদস্যরা বাংলাদেশে আশ্রয় গ্রহন করেছেন।এমন পরিস্থিতিতে সীমান্তের এপারের মানুষের মধ্যেই দেখা দিয়েছে আতঙ্ক।

হ্নীলার জেলে সৈয়দ আলম বলেন,সীমান্তে বসবাস করা এখন বিপদজনক হয়ে গেছে।মৎস্য শিকার করে সংসার চালাতে হয়।তাই নাফনদী ও চিংড়ি ঘেরে মাছ ধরতে গেলেও আতঙ্কের মধ্যে যেতে হয়।কারন হিসাবে তিনি উল্লেখ্য করেন,প্রায় সময় সীমান্তের ওপারে গোলাগুলির ও বোমার শব্দ শোনা যায়। বিশেষ করে গত দু’দিনে টেকনাফ সীমান্তে বিস্ফোরণের আওয়াজ ভেসে আসতেছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার বলেন,মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সংঘর্ষ,এ পারে গত দুু’দিন ধরে শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। এ সংঘর্ষের কারনে রোহিঙ্গা সহ যেকোন অনুপ্রবেশ ঠেকাতে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন,রাখাইনের সংঘাত মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে সংঘাতের জের ধরে যাতে রোহিঙ্গা বা অন্য কোনো গোষ্ঠী বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য নাফ নদী ও সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...