কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ১ ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশান কুতুবদিয়া খবর পেয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ...
ফারুক আহমদ।উখিয়া উপজেলা পুষ্টি সমন্বয় বিষয়ক কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
এ সময় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডাঃ তাহেরুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বক্তব্য রাখেন।
সভায় শিশুদের অপুষ্টি জনিত রোগ প্রতিরোধে মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত