ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ৪, ২০২৪ ৬:১৫ পিএম

 

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে অস্ত্র সজ্জিত আরো ৪০ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

শুক্রবার মধ্যরাতে সাবরাংরাংয়ের আচার বুনিয়া থেকে ১৪ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন বাংলাদেশে এসে আশ্রয় নেয়। পরে নাজির পাড়া থেকে আরো ৪ জন বিজিপি সদস্য আশ্রয় নেন।

নির্ভর যোগ্য সূত্র বলছে, শুক্রবার রাতে দুই দফায় আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তারপর বাস যোগে তাদের প্রথম ১৪ জনকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়। পরে এদিন রাতে আরো ২২ জনকেও একই স্থানে রাখা হয়। বাকী ৪ জনকে নিরস্ত্রকরণের কাজ করছে বিজিবি।

 

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...